অভয়নগর সংবাদাতা
যশোরের অভয়নগর নওয়াপাড়া শংকরপাশা সরকারী মাধ্যমিক বিদ্যালয় হাইস্কুল মাঠে শনিবার বিকেলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
অভয়নগর ফুটবল একাডেমির আয়োজনে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন কৃষিবিদ শামিমুর রহমান শামিম। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির গবেষণা বিষয়ক কেন্দ্রিয় কমিটির সম্পাদক ও আরাফাত রহমান কোকো ক্রিড়া সংসদ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম।
উপস্থিত ছিলেন, , জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপি সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, আরাফাত রহমান কোকো ক্রিড়া সংসদ খুলনার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মুজিবর রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টে নজরুল ইসলাম মল্লিক প্রমুখ।