অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপ হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার ও ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সোমবার বেলা ১১টায় নুরবাগ মোড়ে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল, লোকসমাজের সাব এডিটর সাইফুর রহমান সাইফ, শেখ মো. সাইফুল্লাহ, ইউনুছ আকুঞ্জী। বক্তারা এস আলম গ্রুপের বিদেশে পাচারকৃত টাকা ফেরত ও আওয়ামী লীগের সময় ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগকৃত সকল কর্মকর্তা ও কর্মচারীর নিয়োগ বাতিলের দাবি জানান।