কালিগঞ্জ সংবাদদাতা
খুলনার সরকারি হাজী মুহাম্মাদ মহসিন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সাকিব হোসেন (১৮) এখন জীবন-মরণ লড়াইয়ে লিপ্ত। চিকিৎসকরা জানিয়েছেন, সাকিব দূরারোগ্য ব্যাধি এভিএন (রক্তসংবহনজনিত অস্থিমৃত্যু)-এ আক্রান্ত। যার কারণে দ্রুত তার দু’পায়ের হিপ জয়েন্ট প্রতিস্থাপন জরুরি।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর গ্রামের নব মুসলিম আবু তাহেরের পুত্র সাকিবের এ চিকিৎসায় প্রায় ১০ লক্ষাধিক টাকার বেশি ব্যয় হবে। দরিদ্র পিতার পক্ষে এই বিপুল খরচ জোগাড় করা একেবারেই অসম্ভব। চিকিৎসা না হলে চিরদিনের জন্য থেমে যেতে পারে সাকিবের জীবন ও স্বপ্নময় ভবিষ্যৎ।
অসহায় এ পরিবারের পাশে দাঁড়িয়ে সাকিবের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ব্যক্তি, শুভাকাক্সক্ষী ও মানবপ্রেমীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তার পরিবার।
সাহায্য পাঠাতে আবু তাহের (পিতা) ০১৩৩০৩৭৮৪৬০ (নগদ), ০১৭২৪৮৪৯৪৪২ (বিকাশ)।