পাইপাইকগাছা সংবাদদাতা
পাইকগাছায় ৫৯ হাজার শিশুর টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন সেবা দেবে স্বাস্থ্য অধিদপ্তর।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৯ মাস থেকে ১৫ বছর কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড কনজুগেট টিকা দেয়া হবে।
১২ অক্টোবর থেকে শুরু হয়ে পরবর্তী আট কর্মদিবসে এ টিকা প্রদান করা হবে। রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়নে অবহিতকরণ সভায় এমন তথ্য উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল কর্মকর্তা ডা. শাকিলা আফরোজ।
বক্তব্য রাখেন গাইনী বিশেষজ্ঞ ডা. সুজন কুমার সরকার, ডা. জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, আইসিটি কর্মকর্তা আব্দুস সালাম, পাইপাইকগাছা প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল আজিজ, সাংবাদিক শাহজামান বাদশা ও জাহাঙ্গীর আলম।