শরণখোলা সংবাদদাতা
বাগেরহাটের শরণখোলায় মাদক, জুয়া ও চাঁদাবাজ ও দখলবাজদের হাত থেকে সমাজ রক্ষার দাবিতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলার পাঁচ রাস্তার সংলগ্ন আল আরাফা ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা বিএনপি’র সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েতের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন উপ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল, বিএনপি নেতা নাজমুল আহসান শিমুল গাজী, তালুকদার মধু, হুমায়ুন কবির, ফরিদ উদ্দিন মানিক, রুহুল আমিন হাওলাদার, যুবদল নেতা সোহাগ ও শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম হাসান সুজন।
বক্তারা অবিলম্বে শরণখোলার বিভিন্ন আনাচে-কানাচে যারা ইয়াবা, গাঁজা ও জুয়ার সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এ ব্যাপারে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শহীদুল্লাহ বলেন মাদক কারবারি ও মাদকসেবিদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।