বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক স্বনামধন্য কবি রেজাউদ্দিন স্টালিন জাগরণী চক্র ফাউন্ডেশন পরিদর্শন করেছেন। এ সময় যশোরের এ কৃতি সন্তানকে জাগরণী চক্র ফাউণ্ডেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।
শনিবার ফাউণ্ডেশন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজুর সভাপতিত্বে ঢাউণ্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় ফাউণ্ডেশনের পক্ষ থেকে বলা হয় জাতীয় স্বীকৃতিপ্রাপ্ত কবি, বহু গ্রন্থের রচয়িতা এবং কর্মজীবনে বাংলা একাডেমি পুরস্কারসহ একাধিক সম্মাননায় ভূষিত বহুমুখী প্রতিভার অধিকারী শেখ রেজাউদ্দিন স্টালিন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিযুক্ত হওয়ায় জাগরণী চক্র ফাউণ্ডেশন আনন্দিত ও গর্বিত। স্বল্প সময়ের দাপ্তরিক সফরে এসেও সংগঠনের সদস্যদের সাথে পরিচিত হওয়ার সুযোগ দেয়ায় ফাউণ্ডেশন কর্তৃপক্ষ তার প্রতি গভীর কৃতজ্ঞ। একই সাথে এটি একটি বিশেষ মুহূর্তও সংগঠনের জন্য।
উল্লেখ্য, কবি রেজাউদ্দি স্টালিট নজরুল একাডেমি এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দেশের সংস্কৃতি অঙ্গনকে সমৃদ্ধ করেছেন। এবং আগামী তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের শিল্পকলা ও সংস্কৃতি অঙ্গন আরও অর্থবহ ও সমৃদ্ধ হয়ে উঠবে এই আশা করে জাগরণী চক্র ফাউণ্ডেশন।-প্রেস বিজ্ঞপ্তি