অভয়নগর সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাই ও খসড়া তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছে বিএনপি। তারই অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচার ও যশোর-৪ (অভয়নগর, বাঘারপাড়া, বসুন্দিয়া) নির্বাচনী এলাকা থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফারাজি মতিয়ার রহমানের পক্ষে সোমবার বিকাল ৪ টায় নওয়াপাড়া ইনিস্টিউট মাঠে বিশাল জনসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর বিএনপি’র আয়োজনে নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, অভয়নগর উপজেলা সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সাবেক মেয়র ও নওয়াপাড়া মটর শ্রমিক ইউনিয়ের সভাপতি রবিউল ইসলাম সহ থানা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব ও ঢাকা মহানগর (দক্ষিণ) যুবদলের যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নূরে আলম সিদ্দিকী সোহাগ বিএনপির মনোনয়ন প্রত্যাশী।