কেশবপুর সংবাদদাতা
যশোরের কেশবপুর থানার ত্রিমোহনী ইউনিয়নের বরণডালী গ্রামের এক রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে, স্থানীয় কাজী মইনুর ও তার ছেলে বোরহান উদ্দীন, লিয়াকত হোসেন, মিরাজ হোসেন, মনিরুল ইসলাম, শেখ লিটন, আব্দুস সাত্তার, রবিউল ইসলাম, হায়দার আলী বুধবার সকাল ৯টায় দেশিয় অস্ত্র, লাঠি সোটা নিয়ে এই রাস্তা বন্ধ করে।
সরোজমিনে জানা যায়, বরণডালী গ্রামের শেখ আশরাফুলের বাড়িতে যাতায়াতের কোন রাস্তা না থাকায় আব্দুল মোমিন ওয়ারেশ সূত্রে প্রাপ্ত ১৪ নং বরণডালী মৌজায় ২৪৯ নং খতিয়ানে ১৭৪১ নং দাগের তার দখলীয় সম্পত্তি থেকে ২ শতক জমি রাস্তা বাবদ শেখ আশরাফুলের স্ত্রী হোসনে আরা ক্রয় করে এবং উক্ত সম্পত্তি ২১ অক্টোবর রেজিস্ট্রি করে নেন। হোসনে আরা উক্ত সম্পত্তি ক্রয় করায় কাজী মইনুনের নেতৃত্বে তার সন্ত্রাসীবাহিনী ২২ অক্টোবর মঙ্গলবার সকালে হোসনে আরাসহ আরো ৮/১০ পরিবারের যাতায়াতের রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে উপর টিনের ছাউনি দিয়ে ঘর তৈরি করেছে। এতে করে হোসনে আরাসহ ৮/১০ টি পরিবার অবরুদ্ধ হয়ে আছে। এ সময় ভুক্তভোগীরা বাধা দিলে সন্ত্রাসীদের হাতে থাকা দেশীয় অস্ত্র-শস্ত্র, লাঠি সোটা নিয়ে হামলা করলে ভয়ে ভুক্তভোগীরা পালিয়ে যায়। ভুক্তভোগীদের চলাচলের আর কোন রাস্তা না থাকায় তারা বিষয়টি সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন। উল্লেখ্য, রাস্তার বিষয়টি দলিলে স্কেচ করা আছে।