শরণখোলা সংবাদদাতা
বাগেরহাটের শরণখোলায় উত্তরণ একসেস প্রকল্পের আয়োজনে উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি অংশীদারদের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা অফিসার্স ক্লাবে সোমবার বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আল মামুন জুয়েল। অতিথি ছিলেন প্রোজেক্ট অপারেশন ম্যানেজার আব্দুল গফুর ও মনিটারিং এন্ড এভালুয়েশন অফিসার আব্দুর রহমান ।
সভায় জীবিকা বৈচিত্রকরণ এবং জলবায়ু সহনশীল ও টেকসই বিকল্প জীবিকা অন্বেষণের গুরুত্ব ও সদস্যদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়।
প্রসঙ্গ উপস্থাপনা:
জলবায়ু সহনশীল বিকল্প জীবিকার সুযোগ। জীবিকা বৈচিত্র করণ এবং জলবায়ু স্মার্ট ব্যবসা। সবুজ ও নীল অর্থনীতির গুরুত্ব। এই ধরনের ব্যবসা এবং কাজের সুযোগগুলি কিভাবে অন্বেষণ ও ব্যবহার করা যায়।
সভায় সাংবাদিকসহ উত্তরণ অ্যাক্সেস প্রকল্পের উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

