মাগুরা সংবাদদাতা
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোটের আয়োজন ও আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ে চতুর্থ দফা যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখা।
সোমবার দুপুরে ঐতিহাসিক নোমানি ময়দানে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন দলের জেলা সহ-সভাপতি মাওলানা মশিউর রহমান।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা নাজিরুল ইসলাম।
বক্তারা বলেন, দেশে এখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী প্রায় অকার্যকর অবস্থায় রয়েছে। বর্তমান পদ্ধতিতে নির্বাচন হলে কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, পেশিশক্তি ও কালো টাকার ব্যবহার ঠেকানো সম্ভব নয়। বক্তারা পি.আর. পদ্ধতি ছাড়া কোনো নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেন।
সমাবেশ শেষে একটি বৃহৎ বিক্ষোভ মিছিল শহরের নোমানি ময়দান থেকে ভায়নার মোড় হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

