মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উদ্যোগে বেনাপোল “মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে বেনাপোল বলফিল্ড মাঠে প্রতিযোগিতার প্রথম ম্যাচে অংশগ্রহণ করে যশোর সদর উপজেলার “পলাশ ফুটবল একাডেমি” বনাম শার্শা উপজেলার “আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমি, বেনাপোল”। ম্যাচটিতে জাতীয় দলের চারজন ও যশোর জেলা দলের একজন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমি, বেনাপোলের হয়ে পুলিশ এফসির রাহুল, ব্রাদার্স ইউনিয়নের নয়ন ও জাহিদ এবং পলাশ একাডেমির হয়ে বাংলাদেশ নৌ বাহিনীর রবিউল ও যশোর জেলা দলের রনি অংশগ্রহণ করেন। ম্যাচে “আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমি ১-০ ব্যবধানে জয়লাভ করে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক আসলাম হোসেন।-প্রেস বিজ্ঞপ্তি

