কালিয়া সংবাদদাতা
মাদক কারবারের প্রতিবাদ করায় নড়াইলের কালিয়া উপজেলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মাসুদ শেখ (৪৬) কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ছিলেন। এবং ওই ইউনিয়নের শুক্তগ্রামের বাসিন্দা। পরিবারের দাবি, মাদক কারবারের প্রতিবাদ করায় সোমবার রাতে তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে মাদক কারবারি ও তার লোকজন।
মাসুদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, সোমবার রাত সাড়ে সাতটার দিকে শুক্তগ্রামের দত্ত মাধ্যমিক বিদ্যালয় মোড় থেকে নিজ বাড়ি ফেরার পথে মাসুদকে একই এলাকার মান্দার খাঁর বাড়ির সামনে এলাকার এক মাদক কারবারি ও তার সহযোগীরা কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল আটটার দিকে তার মৃত্যু হয়।
নিহত মাসুদের ছোট ভাই ওমর সানী শেখ গণমাধ্যমকে বলেন, ‘এলাকায় একজন মাদক কারবারি আছে। আমার ভাই ওরে বলছিল, “তুই ছেলেপেলে নষ্ট করে ফেলতিছিস, অবৈধ কাজ করছিস, তোরে কিন্তু পুলিশ দিয়ে ধরায় দিবানি।” এই রাগ থেকে সোমবার রাতে বাড়ি ফেরার পথে একা পেয়ে আমার ভাইকে দলবল নিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। আমরা তাদের নামে মামলার প্রস্তুতি নিচ্ছি।’
মাসুদের মৃত্যুর পর কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল মাসুদকে দলের জন্য নিবেদিতপ্রাণ উল্লেখ করে জানিয়েছেন আততায়ীদের হাতে তিনি নির্মমভাবে খুন হয়েছেন। তারা এই খুনের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

