বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ৬টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজের উপর চেকপোস্ট বসিয়ে ৭৩৫ গ্রাম ওজনের ০৬ টি স্বর্ণের বারসহ পাচারকারীকে আসামী আটক করেছে বিজিবি। আটক আবু বক্কর সিদ্দিক বেনাপোল ছোট আঁচড়ার বাসিন্দা।
৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আটক ব্যক্তির প্যান্টের পকেটের ভিতর বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়।
আটক আসামিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে ঢাকা থেকে যশোর ও বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল।
তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। আটক স্বর্ণের মূল্য এক কোটি ছাব্বিশ লাক আট হাজার নয়শত পঁচিশ টাকা।
আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে এর যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
 
		 

