বাঘারপাড়া সংবাদদাতা
যশোরের বাঘারপাড়ায় কাইণ্ড ভিশন ও আল হেলাল ট্রাস্টের উদ্যোগে সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। দিনব্যাপি এ ক্যাম্পে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন যশোর-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রসুল।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ওয়েলফেয়ার পলিটিক্সে বিশ্বাস করে, যাতে জনগণের দ্বোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া যায়।” তিনি আরও জানান, জনগণের সেবার ধারাবাহিকতা বজায় রাখতে এবং বাঘারপাড়ার স্বাস্থ্যখাতকে আধুনিক ও কার্যকরভাবে গড়ে তুলতে তিনি কাজ করে যাবেন।
অনুষ্ঠানে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আল হেলাল ট্রাস্টের সেক্রেটারি মাষ্টার নাসির হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, উপজেলা আমির অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি আ. জব্বারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দরা ডা. মনিরুজ্জামান তুহিন (মেডিসিন বিশেষজ্ঞ), ডা. আনিচুর রহমান (মেডিসিন বিশেষজ্ঞ), ডা. আফছার আলী (শিশু রোগ বিশেষজ্ঞ), ডা. জিয়াসমীন আকতার (তনিমা) (প্রসূতি ও গাইনী রোগ বিশেষজ্ঞ ও সার্জন), ডা. শামছুননাহার (প্রসূতি ও গাইনী রোগ বিশেষজ্ঞ), ডা. শরিফুল ইসলাম (শ্যামল) (কিডনি ও মেডিসিন রোগ বিশেষজ্ঞ), ডা. বনি আমিন (ক্যাথার ও জেনারেল সার্জন)।
দিনব্যাপি এই ক্যাম্পে নারী, শিশু, বয়স্ক ও বিভিন্ন রোগে আক্রান্ত মানুষজন চিকিৎসাসেবা নেন। অধ্যাপক গোলাম রসুলের তত্ত্বাবধানে রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

