কাজী নূর
নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নবীন চিকিৎসকদের সমর্থন ও সহযোগিতা চেয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আমরা এমন একটি স্বাস্থ্য খাত গড়তে চাই, যে স্বাস্থ্য খাত নিয়ে বাংলাদেশের মানুষ স্বস্তি অনুভব করবে, যে স্বাস্থ্য খাত নিয়ে আপনি গর্ব করবেন এবং যে স্বাস্থ্য খাতের মাধ্যমে এ দেশের মানুষকে আর বাইরে যেতে হবে না। আমরা স্বাস্থ্য খাতের সকল ত্রুটি বিচ্যুতি বা জটিলতা আছে তা শুধরে ইতিবাচক একটি পরিবেশ তৈরিতে সক্ষম হবো। তবে সেই পরিবেশটি আনতে হলে আপনাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিতে হবে। আপনি দেশের যে প্রান্তের মানুষ হোন না কেন, আপনি নিজে ধানের শীষ প্রতীকে ভোট দেবেন এবং আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সহকর্মীকেও ধানের শীষে ভোট দেয়ার জন্য উৎসাহ দেবেন এটা আমরা প্রত্যাশা করি।
আপনাদের সর্বাত্মক সমর্থন এবং সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই।
বুধবার রাতে যশোর মেডিকেল কলেজের আয়োজনে আইটি পার্কে অনুষ্ঠিত ‘ইন্টার্ন রিসিপশন অ্যাণ্ড ক্যারিয়ার কাউন্সেলিং ইভেন্ট ২০২৫ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন অমিত।
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডা. একেএম মেসবাহ উর রহমানের সভাপতিত্বে অনিন্দ্য ইসলাম অমিত আরো বলেন, বিগত শাসনামলে যারা জনপ্রতিনিধি সেজে মন্ত্রী-এমপির চেয়ারে ছিলেন, আসলে জনগণের সাথে তাদের কোন সংযোগ ছিল না। ১৬ বছর রাষ্ট্র ক্ষমতায় থাকলেও তারা পূর্ণাঙ্গ করোনারী কেয়ার রূপ দিতে পারলেন না। আসলে অনির্বাচিত সেই সরকারের জনগণের প্রতি কোন দায়বদ্ধতা, মমত্ববোধ বা জবাবদিহিতা ছিল না।
অনিন্দ্য ইসলাম অমিত আরো বলেন, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী চিকিৎসকগণ সবসময় মানবিক। রোগীর সেবায় তারা অতীতে যেভাবে সরকারি হাসপাতালে আন্তরিকভাবে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যেতেন এখনো সেভাবে চিকিৎসা দিয়ে যাবেন। যেন হাসপাতাল ছেড়ে অন্যত্র যেতে না হয়।
সরকারি হাসপাতালে প্রাকটিস করার আহবান জানিয়ে নবীন চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রখ্যাত ইউরোলজিস্ট প্রফেসর ডা. এস. এ খান বলতেন, সরকারি হাসপাতালে সাধারণ রোগীদের পেছনে বেশি সময় দিতে হবে। তবেই আপনার সুনাম তৈরি হবে, নাম ফুটবে। তখন সাধারণ রোগীরা মনে করবে প্রাইভেট চেম্বারে গেলে নিশ্চয়ই আরো ভালো সেবা পাওয়া যাবে।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি মাটি ও মানুষের রাজনীতি করে। তাই জনগণের প্রতি এই দলের দায়বদ্ধতা যেকোনো রাজনৈতিক দলের তুলনায় অনেক বেশি। আমি আপনাদের কথা দিচ্ছি, মহান আল্লাহ যদি সুযোগ দেন ইনশাআল্লাহ বিএনপির ৫ বছর মেয়াদেই আমরা যশোর মেডিকেল কলেজ হাসপাতাল এবং যশোর করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) পূর্ণাঙ্গভাবে চালু করবো।
ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি (আইডিএ) সাব্বির আহমেদ ঐশিকের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ডা. রবিউল ইসলাম তুহিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের এসোসিয়েট প্রফেসর ডা. শরিফুল আলম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত, যশোর মেডিকেল কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন, সাধারণ সম্পাদক ডা. এসএম নাজমুল হক, আইডিএ’র সভাপতি ডা. মেশকাতুল আরেফিন, সাধারণ সম্পাদক ডা. মেরাজ আল মান্না ও সাংগঠনিক সম্পাদক ডা. আফিদা ইয়াসমিন। এর আগে আইডিএ’র নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন অনিন্দ্য ইসলাম অমিত।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ড্যাব নেতা ডা. ফারুক এহতেশাম পরাগ, ডা. ওহিদুজ্জামান আজাদ, ডা. আহসান কবির বাপ্পী, ডা. আলাউদ্দিন আল মামুন, ডা. আতাহার তুর্য্য প্রমুখ।

