Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ‘নাগরিক সমাজ’র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ
  • কোটচাঁদপুর ব্লাডব্যাংকের ‎নতুন কমিটি ঘোষণা
  • কেশবপুরে যুব, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের সমন্বয় সভা
  • হাদি হত্যার বিচার দাবিতে যশোরে মানববন্ধন
  • যশোরে পাঁচ শতাধিক রোগীর মাঝে ফল বিতরণ
  • মিথ্যা মামলায় ব্যবসায়ী আটকের অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন
  • খালেদা জিয়া আগামী প্রজন্মের জন্য মানবিক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন : নার্গিস বেগম
  • মনিরামপুরে যুব, ছাত্র ও স্বেচ্ছাসেবক দলের সমন্বয় সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জানুয়ারি ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অপরাধের অভয়ারণ্য নওয়াপাড়া নৌবন্দর

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ১৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
চরম নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে যশোরের নওয়াপাড়া নৌবন্দর। গত এক বছর ধরে মাদকসেবী ও সন্ত্রাসীদের আনাগোনা বেড়েছে। অব্যাহতভাবে ঘটছে চুরি, ছিনতাইয়ের ঘটনা। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন জাহাজের মাস্টার, সুকানি ও কর্মচারীরা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বন্দর কেন্দ্রীক ব্যবসায়ীরা। এদিকে সমস্যার সমাধানে নৌপুলিশসহ স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেয়ার আশ্বাস দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

যশোরের নাওয়াপাড়া নৌ-বন্দরে বছরে পাঁচ হাজারের বেশি বার্জ, কার্গো-লাইটার জাহাজ ভেড়ে। মোংলা বন্দর থেকে আসা এসব জাহাজে থাকে সার, গম, কয়লা, পাথরসহ বিভিন্ন পণ্য। অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া থেকে ফুলতলা পর্যন্ত এলাকাজুড়ে বিভিন্ন ঘাট পয়েন্টে এসব কার্গো-জাহাজ থেকে পণ্য আনলোড করা হয়। অভিযোগ রয়েছে, গত এক বছর ধরে সন্ধ্যা নামলেই এসব জাহাজে একপ্রকার জোর করেই আড্ডা বসান স্থানীয় সন্ত্রাসী ও মাদকসেবীরা। তারা বিভিন্ন সময় চুরি ও ছিনিয়ে নিয়ে যান মোবাইল ফোন, টাকা-পয়সা, জামাকাপড়সহ অন্যান্য জিনিসপত্র। কখনও বা তাদের জিম্মি করে পণ্য লুটের ঘটনাও ঘটায়। এতে করে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন জাহাজের মাস্টার, সুকানি ও কর্মচারীরা।

লেবার সরদার মনিরুজ্জামান মানিক বলেন, গত এক বছর ধরে প্রতিদিনই চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। কিছু মাদকাসক্ত ব্যক্তি জাহাজের কেবিন দখল করে মাদক সেবন ও অসমাজিক কাজে লিপ্ত হচ্ছে। জাহাজ শ্রমিকরা বাধা দিলে তাদের সঙ্গে মারপিট ও হুমকির ঘটনা ঘটছে। এছাড়া শ্রমিকদের মোবাইল, টাকা-পয়সা চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। লাভলু হোসেন নামে এক সুকানি বলেন, নওয়াপাড়ার চেঙ্গুটিয়া থেকে ফুলতলা পর্যন্ত শতাধিক ঘাট পয়েন্টে জাহাজ মালামাল খালাসের অপেক্ষায় থাকে দীর্ঘদিন। এক একটি জাহাজকে প্রায় ১০-১২ দিন বা তারও বেশি সময় অপেক্ষা করতে হয়। সংঘবদ্ধ চক্র প্রতিরাতে এসব কার্গো জাহাজ থেকে বিভিন্ন প্রকার মালামাল হাতিয়ে নেয়। এসব মালামালের মধ্যে রয়েছে ডিজেল, মবিল, সার, সিমেন্ট, কয়লা, গম, ভুট্টাসহ জাহাজের মূল্যবান যন্ত্রাংশ ও লোহালক্কড়। বাধা দিলে হত্যার হুমকি দেয়। এভাবে জাহাজে থাকা কঠিন হয়ে পড়ছে। নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বন্দর কেন্দ্রীক ব্যবসায়ীরাও। তাদের দাবি এ অপতৎপরতা বন্ধ না করা গেলে বন্দর কেন্দ্রিক ব্যবসায়ী টিকিয়ে রাখা দুরূহ হয়ে পড়বে।

ব্যবসায়ী নেতা নূরে আলম পাটোয়ারি বলেন, ‘বখাটে ও দুর্বৃত্তরা আমাদের পণ্যবাহী জাহাজগুলোতে উঠে চুরি ছিনতাই করছে। এ সময় তারা জাহাজের কর্মীদের মারপিটও করে। আমরা প্রায় প্রতিদিনই এ ধরনের অভিযোগ পাচ্ছি। আমরা বিষয়টি নৌ পুলিশ ও স্থানীয় প্রশাসনকে জানিয়েছি। কিন্তু কোনো প্রতিকার পাচ্ছি না। আমরা ব্যবসায়ী হিসেবে চাইবো বন্দর কেন্দ্রিক দুর্বৃত্তদের এই অপতৎপরতা বন্ধে প্রশাসন কার্যকরী ভূমিকা গ্রহণ করুক। যাতে জাহাজের কর্মীরা নিরাপদে পণ্য আনা ও আনলোড করতে পারে।’ যশোরের সার আমদানিকারক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ শাহজালাল হোসেন বলেন, দুর্বৃত্তদের অত্যাচার দিন দিন বাড়ছে। এটা অব্যাহত থাকলে এই নদী বন্দর কেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যে আগ্রহ হারাবে ব্যবসায়ীরা। তিনি বলেন, ‘এখানে প্রতিদিন প্রায় ৫০০ কার্গো নোঙর করে। নিরাপত্তা বিঘ্নিত হলে সুকানিসহ জাহাজের কর্মীরা এ বন্দরে জাহাজ নিতে আসতে আগ্রহী হবে না। তখন আমাদের এই মোকাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’ এজন্য বিষয়টি গুরুত্ব দিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। এদিকে সমস্যার সমাধানে নৌপুলিশসহ স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেয়ার আশ্বাস দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

নওয়াপাড়া নৌবন্দরের বন্দর ও পরিবহন কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলেছি। নৌপুলিশকে প্রয়োজনে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীকেও ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দেয়া হয়েছে।’ দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশ্বস্ত করেন তিনি। প্রসঙ্গত, ১৯৯০ সালে যাত্রা শুরু হওয়া এ বন্দরের দৈর্ঘ্য ১২ কিলোমিটার। তিন যুগ অতিবাহিত হলেও এ বন্দরের অবকাঠামোগত কাক্সিক্ষত উন্নয়ন হয়নি।

অপরাধ অভয়ারণ্য নওয়াপাড়া নৌবন্দর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ‘নাগরিক সমাজ’র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

জানুয়ারি ১২, ২০২৬

কোটচাঁদপুর ব্লাডব্যাংকের ‎নতুন কমিটি ঘোষণা

জানুয়ারি ১২, ২০২৬

কেশবপুরে যুব, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের সমন্বয় সভা

জানুয়ারি ১২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.