মাগুরা সংবাদদাতা
নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠাকে রাজনৈতিক অঙ্গীকারের কেন্দ্রবিন্দুতে রেখে মাগুরার মহম্মদপুর ও শালিখায় নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় মহম্মদপুর শহীদ আহাদ-সুমন মিনি স্টেডিয়ামে এবং বিকেলে শালিখা উপজেলার আড়পাড়া হাই স্কুল মাঠে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। সঞ্চালনায় ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, মাগুরা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাড. নিতাই রায় চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. মিথুন রায় চৌধুরী, অ্যাড. রোকনুজ্জামান চৌধুরী, জেলা আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মতিয়ার রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান চকলেট, সামসুর রহমান, মোতালেব শিকদার, মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নইমুর আলী মৃধাসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া মহম্মদপুর উপজেলার সাবেক ও বর্তমান নির্বাচিত নারী জনপ্রতিনিধিরাও আলোচনায় অংশ নেন।

