শ্যামনগর সংবাদদাতা
প্রবাসীর কষ্টার্জিত ৩৬ লাখ টাকা ফেরত ও অভিযুক্তদের শাস্তির দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে সংবাদ সম্মেলন হয়েছে।
১৮ নভেম্বর উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কৈখালী ইউনিয়নের মেন্দিনগর গ্রামের সৌদি প্রবাসী গোলাম মোস্তফা জানান, নুরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদের (সাবেক মেম্বর) ও তার ভাই আবুল হোসেন জমি বিক্রির কথা বলে তার ৩৬ লাখ টাকা আত্মসাত করেছেন। এর মধ্যে নুরনগর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের আক্তার সরদারের পুত্র তার খালাতো ভাই আব্দুল কাদের ৩২ লাখ টাকা ও আবুল হোসেন ৪ লাখ টাকা নেন।
টাকা নেয়ার পর জমি না দেয়ায় এবং টাকা ফেরত না পেয়ে তিনি ও তার পরিবার মানবেতর জীবন যাপন করছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত তদন্ত রিপোর্টে আব্দুল কাদের ও আবুল হোসেন প্রতারণা করায় শাস্তিযোগ্য অপরাধ প্রমাণিত হলেও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ হয়নি এবং টাকাও ফেরত পাননি তিনি। এ অবস্থায় তিনি বিবাহযোগ্য দুটি মেয়েসহ স্ত্রী-মাসহ পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ অবস্থায় তিনি যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

