বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে জাহিদ আব্দুল্লাহ সিফাত (২৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ভোরে চুড়ামনকাটি উত্তরপাড়া রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত সিফাত যশোর সদর উপজেলার বড় হৈবতপুর গ্রামের জাকির হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, ভোরে রেললাইনের পাশে সিফাতের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সিফাতের বাবা জাকির হোসেন বলেন, ছেলে ঋণগ্রস্ত ছিল। অতিরিক্ত ঋণের চাপ থেকে সিফাত আত্মহত্যা করেছে বলে তার ধারণা। যশোর কোতোয়ালি থানার ওসি জানান, লাশ উদ্ধার করা হলেও এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে রেলওয়ে পুলিশ। বিষয়টি তাদের জানানো হয়েছে।

