কালিগঞ্জ সংবাদদাতা
সাতক্ষীরার কালিগঞ্জে সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরের বাঁশদাহ ফুটবল মাঠে অনুষ্ঠিত সভায় দক্ষিণ শ্রীপুর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের সভাপতিত্বে ও কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. রোকনুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান (বাপ্পী) দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী সাপুই, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, হাফিজুর রহমান হুকুম, প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, আমি নির্বাচিত হতে পারলে প্রথমেই বাঁশদাহ মানুষের জন্য কাকশিয়ালি নদী খনন, বিষ্ণুপুর থেকে উজিরপুর যাওয়ার জন্য কাকশিয়ালী নদীর উপরে ব্রিজ নির্মাণ, সুপিয় পানির প্লান্ট তৈরি, সাইক্লোন সেন্টার নির্মাণ এবং ১০০ যা শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করব।

