বাংলার ভোর প্রতিবেদক
যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বর্তমান ঘোষিত প্রার্থীর পরিবর্তে উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমানকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য জোর দাবি জানিয়েছেন। সোমবার বিকেলে পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে ইন্সটিটিউট মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়লের সভাপতিত্বে সমাবেশে মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমানসহ বিএনপি’র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, তৃণমূলের নেতাকর্মী ও জনগণের সঙ্গে ফারাজী মতিয়ার রহমান ফারাজীর নিবিড় সম্পর্ক এবং তার সাংগঠনিক দক্ষতা তাকে এই আসনে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করবে। গত ৫৩ বছরে অভয়নগর উপজেলার কোনো নেতাকে যশোর-৪ আসনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী হওয়ার সুযোগ দেয়া হয়নি। দীর্ঘদিনের বঞ্চনার অবসান হওয়া দরকার এবং স্থানীয় একজন নেতাকে সুযোগ দেয়া উচিত। তারা প্রার্থী পুনর্বিবেচনার জন্য দলীয় হাইকমান্ডের কাছে জোর আবেদন জানিয়েছেন। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মনোনয়ন প্রত্যাশী ফারাজী মতিয়ার রহমান বলেন, ‘অভয়নগরে বিএনপি নেতাকর্মীদের রমরমা অবস্থা। এই অবস্থা সৃষ্টি করতে বিগত ১৭ বছর রাজপথে রক্ত দিয়েছি। মৃত্যুর মুখোমুখিও হয়েছি। নির্যাতিত নেতাকর্মীদের পাশে থেকেছি। হামলা মামলার শিকার হওয়া নেতাকর্মীদের মামলার মোকাবেলা করেছি। এই উপজেলার নেতাকর্মীদের স্বার্থ রক্ষার্থে নিজের অস্তিত্ব বিপন্ন করেছি। অভয়নগর মানুষের স্বার্থ সংরক্ষণ করার জন্য আমি ও আমার সহকর্মীরা যতটুকু উপলব্ধি করবে; এখানে একজন বাইরের লোক এসে ততটুকু উপলব্ধি করবে না। স্বাধীনতার পর থেকে অভয়নগর থেকে একজনও বিএনপির মনোনয়ন পায়নি। যার কারণে এই অভয়নগর উন্নয়নে বঞ্চিত। অভয়নগর থেকে একজন প্রার্থী জনগণের অধিকার। আমাদের এই অধিকার প্রতিষ্ঠার জন্য উল্কার মতো ছুটে বেড়াচ্ছি। আমরা যে যুদ্ধে নেমেছি; যুদ্ধে বিজয়ী না হওয়া পর্যন্ত রাজপথ থেকে কেউ সরে দাঁড়াবেন না।’ প্রসঙ্গত, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনে সম্ভাব্য প্রার্থিতা পেয়েছেন কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব। তিনি জোরেশোরে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমে পড়েছেন। তবে এই আসনে আরও দুজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তাদের একজন ঢাকা মহানগরের (দক্ষিণ) যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী সোহাগ। তিনি আইয়ুবের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। তবে আরেক মনোনয়নপ্রত্যাশী অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান দলের সম্ভাব্য প্রার্থীর সঙ্গে কর্মসূচিতে দেখা যাচ্ছে না। তিনি দুই উপজেলার বিএনপির একাংশদের নিয়ে চূড়ান্ত মনোনয়নের আশায় কোমর বেঁধে নতুন করে মাঠে নেমেছেন।

