বাংলার ভোর প্রতিবেদক
যশোরে তিন হাজার ৭৮২ পিস ইয়াবাসহ নাহিদ হোসেন (২০) এক মাদককারবারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে সদরের দাইতলা বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে ৪৯ বিজিবির সদস্যরা। আটক নাহিদ সাতক্ষীরার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের বাসিন্দা।
এদিন বিকালে ৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিজিবির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যশোরের দাইতলা বাস স্ট্যান্ড এলাকায় এক যুবক ইয়াবা নিয়ে বাগআঁচড়ার দিকে যাচ্ছে। অভিযান পরিচালনা করে সড়কের উপর নাহিদ হোসেন নামে এক যুবককে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেটে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় তিন হাজার ৭৮২ পিস ইয়াবা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে, সে ঢাকা থেকে যশোর বাগআঁচড়ায় ইয়াবাগুলি নিয়ে যাচ্ছিল।
আটক ইয়াবার মূল্য ১১ লাখ ৩৪ হাজার ৬০০ টাকা। আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

