কোটচাঁদপুর সংবাদদাতা
কৃষক শাহিন হোসেনের ধান ক্ষেতের পাশে ঘুরে বেড়াচ্ছিল বিলুপ্তপ্রায় একটি মেছো বিড়াল। এই দেখে গ্রামবাসীকে জোটবদ্ধ হয়ে সেটিকে পিটিয়ে হত্যা করেন তারা। গত ১ ডিসেম্বর এ ঘটনা ঘটে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের সানবান্দা গ্রামে।
খবর পেয়ে কোটচাঁদপুর বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম তাৎক্ষণিক ঘটনাটি অবহিত করেন বনবিভাগ যশোর এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট র্শাশা যশোরকে। তারা ঘটনাস্থলে এসে মৃত মেছোবিড়ালটি উদ্ধার এবং ওই ঘটনার সাথে জড়িত ৭ জনের নাম উল্লেখসহ ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে কালীগঞ্জ থানায় মামলা করেন।
মামলার বাদী এ্যানিমেল কিপার ইলিয়াস হোসেন জানান কোটচাঁদপুর বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলামের মাধ্যমে খবর পাওয়ার সাথে সাথে আমরা লোকজন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গাছে ঝুলন্ত অবস্থায় মৃত মেছো বিড়ালটিকে উদ্ধার করে আসামীদের আইনের আওতায় আনার জন্য মামলা করেছি।
কোটচাঁদপুর বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন ওই আসামিরা এর আগেও একই অপরাধ করেছেন। কৃষকের বন্ধু বিলুপ্তপ্রায় এই মেছো বিড়াল রক্ষায় সকলের সহযোগিতা ও হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

