Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলাব্যাপি পুলিশের তল্লাশী চৌকি
  • আদর্শ ও সফল ব্যবসায়ী গঠনে বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়
  • যশোরে নানা আয়োজনে অমল সেনের মৃত্যুবার্ষিকী পালন
  • গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের প্রতিষ্ঠায় জিততে হবে : নার্গিস বেগম
  • সবজির আগুনের তাপ মুরগি-চালের গায়ে মাছে বরফ
  • যশোর-২ আসনে বিএনপির প্রার্থী মুন্নীর প্রার্থিতা বৈধ ঘোষণা
  • যশোরে র‌্যাবের অভিযানে উইনকোরেক্সসহ আটক ১
  • যশোর সাংবাদিক ফোরাম ঢাকার কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জানুয়ারি ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি, পরীক্ষা বন্ধ থাকায় বিপাকে শিক্ষার্থীরা

♦ অভিভাবকদের ক্ষোভ ♦ কেন্দ্রীয় নির্দেশনার আপেক্ষায় আন্দোলনরত শিক্ষকরা
banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
চার দফা দাবিতে সারাদেশের মত যশোরেও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের কর্মবিরতি চলছে। ১ ডিসেম্বর থেকে কর্মবিরতি শুরু হওয়ায় শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষাও স্থগিত করা হয়েছে। দুই দিনই শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসে ফিরে গেছেন। সোমবার যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এক শিফটে বিকল্প ব্যবস্থায় পরীক্ষা নেয়া হলেও দ্বিতীয় শিফটে পরীক্ষা হয়নি। আর যশোর জিলা স্কুলে দ্বিতীয় দিনের মত পরীক্ষা গ্রহণ হয়নি। শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন করায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।

এদিকে শিক্ষকরা বলছেন, দীর্ঘদিনের বৈষম্য নিরসনের দাবিতে কেন্দ্রীয় ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি নিতে বাধ্য হয়েছেন তারা। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেয়া হবে। সাথে সাথে শিক্ষার্থীদের জন্য দুঃখ প্রকাশও করেছেন তারা।
যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রায়হান তাসনিম অফসরা বলেন, কিছু বলার নেই। পরীক্ষা দিতে এসে ফিরে যাচ্ছি। এখনও ৫টা পরীক্ষা বাকি রয়েছে। গতদিন রাত ১১ টায় জানিয়েছিলো পরীক্ষা হবে না। আজ পরীক্ষা দিতে এসে জানতে পারলাম পরীক্ষা হবে না।

একই প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাজিফা ইয়াসমিন জানান, মনটা খারাপ হয়ে গেল। শেষ পরীক্ষা দিতে পারলাম না। আজ ধর্ম পরীক্ষা ছিলো। সকালে জোড় ক্লাসের ছেলেমেয়েরা দিতে পেরেছে। আমরা বিজোড় ক্লাসের তাই দিতে পারলাম না।
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে কথা হয় আজমিরা পারভীন রেখা নামে এক অভিভাবকের সাথে। তিনি জানান, গতদিন পরীক্ষা হয়নি। আজও হলো না। ছেলেমেয়েরা প্রস্তুতি নিয়ে এসে ফিরে যাচ্ছে। এতে করে তাদের লেখাপড়ায় বিঘ্ন তৈরি হচ্ছে। এমনকি তাদের মনেও নেতিবাচক প্রভাব পড়ছে।

খড়কি এলাকার মেজবাউদ্দীন ফেরদৌস, কারবালা এলাকার মো. মুক্তি, বাকি বিল্লাহ মেয়েকে স্কুলে পৌঁছে দিতে এসে দেখেন বালিকা বিদ্যালয়ে পরীক্ষা বন্ধ। তারা মনে করেন, শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন বাস্তবায়ন করছে শিক্ষকরা। এই ঘটনায় তারা নিন্দা জানান। সাথে সাথে স্কুলের মেইন গেট খোলা রেখে হট্টগোল করার কারণে মেয়েদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

যশোর জিলা স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র সিয়াম জানায়, পরীক্ষা দিতে স্কুলে এসেছে। এখন শিক্ষকরা বলছেন পরীক্ষা হবে না। পরীক্ষা না দিয়েই তাকে বাড়ি ফিরত হল। আগে থেকে জানতে পারলে ভাল হতো।

আরেক শিক্ষার্থী জানায়, স্কুলে আসার পর জানলাম পরীক্ষা হবে না। স্যারেরা আন্দোলন করছে এজন্য পরীক্ষা হচ্ছে না। পরীক্ষা কবে হবে এসএমএস করে জানিয়ে দিবেন বলেছে।

সালাউদ্দিন শাহীন নামে এক অভিভাবক বলেন, শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন মেনে নেয়া যায় না। বার্ষিক পরীক্ষা বন্ধ করে শিক্ষকরা আন্দোলন করছে, এটা খুবই খারাপ কাজ। তাদের দাবির বিষয়ে আলোচনা কিংবা পরীক্ষা শেষে করতে পারত। শিশুরা প্রস্তুতি নিয়ে স্কুলে আসছে আর ফিরে যাচ্ছে। এটা তাদের জন্য ক্ষতিকরও বটে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নিক সরকার। শিক্ষকরাও তাদের আন্দোলন শিথিল করুক।

যশোর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী শাহেদা পারভীন মুক্তি আন্দোলনরত শিক্ষকদের পক্ষে বলেন, সকাল বেলা প্রভাতি শিফটে পরীক্ষা নিয়েছে আয়া পিয়ন দিয়ে। এই পরীক্ষা ঠিকমত হয়নি। আমরা কেন্দ্রের সাথে সমন্বয় করে ৪ দফা দাবিতে আন্দোলন করছি। আজকের কর্মসূচি পালনের পর কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত দিবে আমরা সেটা পালন করবো।

আরও পড়ুন .. ..

যশোর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক গাজী আনিছুর রহমান বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এন্ট্রিপদ ৯ম গ্রেডভিত্তিক (ক্যাডার) পদসোপানসহ চার দফা দাবিতে দেশের ৭ শতাধিক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মবিরতি চলছে। কেন্দ্রীয় কর্মসূচি আমরাও পালন করছি। কোমলমতি শিক্ষার্থীদের ভোগান্তি হওয়ায় দুঃখ প্রকাশ করছি। দীর্ঘদিনের বৈষম্য নিরসনের জন্য বাধ্য হয়েই কর্মসূচি পালন করছি। সরকার দাবি মেনে নিলে শিক্ষার্থীদের সাময়িক ক্ষতি পুষিয়ে দেয়ার চেষ্টা করা হবে।

শুক্র ও শনিবার হলেও আমরা শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করবো। অভিভাবকদের বলবো, আপনারা উদ্বিগ্ন হবেন না।

যশোর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদিন বলেন, চার দফা দাবিতে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন।এমন পরিস্থিতিতে বিকল্প জনবল না থাকায় পরীক্ষা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। আশা করছি দ্রুতই সমস্যার সমাধান হবে।

যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, প্রভাতী শিফটের সহকারী প্রধান শিক্ষক সোহেল উদ্দীনসহ ৭ জন দায়িত্ব নিয়ে বার্ষিক পরীক্ষা নিয়েছেন। এডিসি শিক্ষাকে হাজার বার কল করেছি তিনি কল ধরছেন না।

আমাদের নির্দেশনা দিয়েছে আগে থেকে পরীক্ষা বন্ধের কোনো নোটিশ করা যাবে না। এদিকে শিক্ষকরা আন্দোলনরত।আমার একার পক্ষে কোনো সিদ্ধান্ত নেয়া সম্ভব না।

এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহর সরকারি মোবাইল নম্বরে যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কর্মবিরতি পরীক্ষা বন্ধ শিক্ষার্থী মাধ্যমিক বিদ্যালয় যশোর শিক্ষক সরকারি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলাব্যাপি পুলিশের তল্লাশী চৌকি

জানুয়ারি ১৬, ২০২৬

আদর্শ ও সফল ব্যবসায়ী গঠনে বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়

জানুয়ারি ১৬, ২০২৬

যশোরে নানা আয়োজনে অমল সেনের মৃত্যুবার্ষিকী পালন

জানুয়ারি ১৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.