বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল করেছে জেলা ছাত্রদল। মঙ্গলবার বাদ আসর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, শহিদুল বারী রবু, সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, সহ-সভাপতি এড. মাহমুদা খানম, যুগ্ম-সম্পাদক রাফাত আরা ডলি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান প্রমুখ।
এদিকে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে দোয়া মাহফিল করেছে জেলা যুবদল। পূর্ব বারান্দীপাড়া এলাকাবাসীর উদ্যোগেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গণতন্ত্রের মাতা আপোসহীন দেশনেত্রীর সুস্থতা কামনায় শহরের পূর্ববারান্দী কবরস্থানপাড়া এলাকাবাসীর উদ্যোগে বাদ জোহর স্থানীয় মাজহারুল উলুম কওমী মাদ্রাসায় দোআ-মোনাজাত করা হয়। পরে মাদ্রাসার কুরআন শিক্ষার্থীদের সম্মানে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।

