মাগুরা সংবাদদাতা
মাগুরার পাল্লা মান্দারতলা এলাকায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকেল আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা দুইটি মোটরসাইকেল মুখোমুখি ধাক্কা খেলে ঘটনাস্থলেই এক আরোহী মারা যান। অন্য আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
নিহত আব্দুর রহিম (২৭) মাগুরা স্টেডিয়াম পাড়ার বাসিন্দা।
গুরুতর আহত রিয়াজ মালিগ্রামের বাসিন্দা। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করলে অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে ফরিদপুরে রেফার করেন।
দুর্ঘটনার পর সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে।

