বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বাঘারপাড়ায় বিনামূল্য বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা পেয়েছে দুই সহ্রাধিক মানুষ।
শনিবার দিনভর উপজেলার খাজুরা ইসলামীয়া ফাযিল মাদরাসাতে এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে কাইন্ড ভিশন যশোর ও আল হেলাল ট্রাস্ট্র বাঘারপাড়া।
সকালে এই ক্যাম্পের উদ্বোধন করেন যশোর-৪ আসনে জামায়াতে মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, ‘ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ যেন একই মানের সেবা পায়-সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।
স্বাস্থ্যসেবার উন্নয়নে জামায়াতে ইসলাম অগ্রণী ভূমিকা পালন করবে। প্রতিটি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারবদ্ধ।’
আল হেলাল ট্রাস্টের সদস্য হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন ডা. আনিসুর রহমান। ফ্রি মেডিকেল ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি ও প্রসূতি, অর্থোপেডিক, নিউরো মেডিসিন, বাতব্যথা, নবজাতক ও শিশু রোগ, কিডনি ও ক্যান্সারসহ মোট ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখেন।
চিকিৎসাপত্র প্রদানের পর রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই ক্যাম্পে জনসাধারণের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
চিকিৎসা সেবা পাওয়া বেশিরভাগ রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় মেডিসিন সরবরাহ করা হয়েছে।
স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিতভাবে এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

