বাংলার ভোর প্রতিবেদক
যশোরে সক্রিয় কর্মী এবং সারভাইভার লিডারদের সমন্বয় সভা অনুষ্ঠিত।
সুইজারল্যান্ড সরকারের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং রূপান্তর ও রাইটস যশোরের আয়োজনে আশ্বাস প্রকল্পের আওতায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দল এবং লিডার সারভাইভারদের সমন্বয় সভা সোমবার সকাল দশটায় এনজিও ফোরাম কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় অতিথি ছিলেন উইনরক ইন্টারন্যাশনালের রিজওনাল কো-অর্ডিনেটর সুপ্তি দিব্রা এবং রাইটস যশোরের ডেপুটি ডিরেক্টর এসএম আজাহারুল ইসলাম, রূপান্তর আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম বাবু।
সভাপতিত্ব করেন মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মি খন্দকার এখলাস আহমেদ এবং লিডার সারভাইভার শরিফা খাতুন।
সভায় মণিরামপুর, সদর ও চৌগাছা উপজেলায় সিটিপ সদস্য ও সারভাইভার লিডারদের দ্বিমাসিক কর্ম পরিকল্পনা অর্জনসহ চ্যালেঞ্জ ও বাঁধা সম্পর্কে পর্যালোচনা করা হয়।
এছাড়া মানব পাচার প্রতিরোধে চলমান কার্যক্রম, অর্জন ও অভিজ্ঞতা বিনিময়, যৌথ কর্মপরিকল্পনা তৈরি ও করণীয় নির্ধারণসহ মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী ও সারভাইভারদের দক্ষতা বৃদ্ধিতে করণীয় বিষয়ে অংশগ্রহণমূলক আলোচনা হয়। সভা সঞ্চালনা করেন উর্মি খাতুন এবং মেঘলা ইসলাম মেঘ।

