ঝিকরগাছা সংবাদদাতা
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়বে আগামীর শুদ্ধতা-দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন।
উদ্বোধনের পর দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও রনী খাতুন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জালাল আহম্মেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলিয়ার রহমানসহ কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি।
একইদিন দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্নি-নিরাপত্তা মহড়া, দুপুরে কৃষ্ণনগর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে স্কাউটসের বেসিক কোর্সের উদ্বোধন, বিকাল ৩টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে বেগম রোকেয়া দিবসের আলোচনা সভা এবং বিকাল ৪টায় বীর মুক্তিযোদ্ধাদের পে-রোল অনুমোদন সভায় সভাপতিত্ব করেন ইউএনও রনী খাতুন।

