পাইকগাছা সংবাদদাতা
পাইকগাছায় নবাগত ওসি যোগদানের পর গত দু’দিনে তিন বছরের সাজাসহ ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেপ্তার করে ছেন।
থানা সূত্রে জানা গেছে, সোম ও মঙ্গলবার ওসি গোলাম কিবরিয়ার নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ৩ বছরের সাজাপ্রাপ্ত চাঁদখালী ইউপি’র কাটাবুনিয়া গ্রামের সোহেল রানা (২৯)। অন্যদিকে জিআর ও সিআর মামলায় ওয়ারেন্টভুক্ত গ্রেফতারকৃতরা হলেন পৌরসভা সরলের আবু মুছা গাজী, রাড়ুলীর বাঁকার শরিফুল মোড়ল (৩৫), কাঠিপাড়ার শরিফুল ইসলাম (২৯), লস্কর ইউপি’র লক্ষ্মীখোলার মোবারক মোড়ল, গড়ইখালীর কুমখালীর গিরেন কবিরাজ। পৃথক এসব অভিযানে এসআই মল্লিক হালিম, এএসআই আলীম রানা, এসআই শাহিন, মনিরুজ্জামান, এএসআই আরিফ বিশ্বাস ও রবিউল ইসলামসহ থানা পুলিশের একাধিক টিম অংশ নেয়।
ওসি গোলাম কিবরিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদক-জুয়াসহ যে কোন অপরাধ দমনে এমন পদক্ষেপ অব্যাহত থাকবে।
এ সময় তিনি সাংবাদিকদের সহায়তা কামনা করেন।

