বাংলার ভোর প্রতিবেদক
যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া কলেজের সৌন্দর্য বর্ধনে সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ অভিযান সম্পন্ন হয়েছে।
কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রমজান আলীর উদ্যোগে গত ৩ ডিসেম্বর বৃক্ষরোপণ কর্মসূচি শুরুর পর মঙ্গলবার শিক্ষার্থীদের উপস্থিতিতে বৃক্ষরোপণ সম্পন্ন হয়।
কলেজ সংশ্লিষ্ট ও স্থানীয়রা জানান, স্থাপিতের ২৭ বছর পরও কলেজটির সৌন্দর্য বৃদ্ধিতে কেউ নজর দেয়নি।
ঠিক সে সময় কলেজের প্রভাষক রমজান আলী নিজ উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেন। এবং ক্যাম্পাসে শতাধিক ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করেন শিক্ষার্থী ও সহকর্মীদের সাথে নিয়ে।
এ বিষয়ে ঢাকুরিয়া কলেজের অধ্যক্ষ তাপস কুমার কুণ্ডু বলেন, রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক রমজান আলীর উদ্যোগ কলেজের সৌন্দর্য আরও বৃদ্ধি করবে।

