মাগুরা সংবাদদাতা
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
মাগুরা জেলা এনসিপির আহ্বায়ক জুয়েল মজুমদারের নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন .. .. হাদীর ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মিছিলে অংশ নিয়ে রাসেল মজুমদার বলেন, “বিক্ষোভ মিছিল থেকে আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
প্রশাসন যদি দ্রুত সময়ের ভেতরে হামলাকারীদের আইনের আওতায় না আনে, তবে আমরা কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবো।”
এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. আজাদ বলেন, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও এমপি প্রার্থী ওসমান হাদির ওপর যারা গুলি চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। ঘটনার পেছনে কারা রয়েছে তা খতিয়ে দেখে দোষীদের আইনের আওতায় আনতে হবে।’
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এনসিপি মাগুরা জেলা শাখার আহ্বায়ক জুয়েল মজুমদার, যুগ্ম আহ্বায়ক মো. আজাদ, মো. কুদ্দুস ও খায়রুল শেখ।

