Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস
  • গৌরবের বিজয়ের দিন আজ
  • বিএনপি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চায় : নার্গিস বেগম
  • যশোর জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বেসরকারি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য
  • ভারত থেকে এলো ৯০ টন পেঁয়াজ, কেজিতে দাম কমলো ১০ টাকা
  • যশোরে স্বাস্থ্য স্যানিটেশন ও আবাসন প্রকল্পের নামে ৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ
  • তালার মাগুরায় ৪ শহীদ মুক্তিযোদ্ধার মাজারে পুষ্পমাল্য অর্পণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, ডিসেম্বর ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে আইন শৃংখলা কমিটির সভায় উদ্বেগ প্রকাশ অবৈধ অস্ত্র উদ্ধার ও নিরাপত্তা জোরদারের তাগিদ

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ১৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলার মাসিক আইন শৃংখলা কমিটির সভায় অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রার্থীসহ সাধারণ মানুষের নিরাপত্তা জোরদার করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কমিটির সদস্যরা। রোববার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলার উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে মাসিক সভায় এই উদ্বেগ প্রকাশ করা হয়।

সভার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান দৃঢ়তার সাথে জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে জেলার যে কোনো অপরাধ চক্রের তৎপরতা রুখে দেয়া হবে।

মাসিক সভায় অপরাধ চিত্রে দেখা গেছে, নভেম্বর মাসে জেলায় ডাকাতি ১টি, খুন ৩টি, ধর্ষণ ১ টি, সড়ক দুর্ঘটনা ৮টি, পুলিশ আক্রান্ত ৩টি, মামলা ৬৪ টি, অস্ত্র আইনে মামলা ২টি, বিস্ফোরক ২টি, মাদক দ্রব্য ৬৮ টিসহ সর্বমোট ২২৪ টি মামলা হয়েছে।

আক্টোবর মাসে খুন ছিলো ৭টি, ধর্ষণ ছিলো ৬টি, অপহরণ ছিলো ১টি, সড়ক দুর্ঘটনা ছিলো ৯টিসহ সর্বমোট মামলা ছিলো ২২৩টি। অর্থাৎ জেলায় খুন ধর্ষণ কমলেও মামলা বেড়েছে।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। সরকারি কর্মকর্তাদের বাধ্যতামূলক পোস্টাল ভোট চালু করা হয়েছে। আমাদের কাছে থাকা গোয়েন্দা তথ্য মতে আমরা কাজ করছি। যেটা আমাদের কাছে থ্রেট মনে হয় সেটার বিষয়ে আমরা ব্যবস্থা নেব।

জেলার অপরাধীদের তালিকা আমাদের কাছে আছে। আমরা তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব। পিপি আছেন উনাকে বলব চিহ্নিত অপরাধীদের জামিনের বিষয়ে তদারকি করতে। আমরা সবকিছু মিলিয়ে পরিবেশ সুষ্ঠ রাখতে কাজ করছি। আমরা কাজ করে যেতে চাই। প্রকাশ করতে চাই না। প্রকাশ করলে অপরাধীরা সতর্ক হয়ে যায়। আমরা তিনটা ফেজে কাজ করছি। শর্ট, মিড ও লং।

জেলা প্রশাসক আরও বলেন, আমরা একটা সুন্দর প্লাটফর্ম তৈরি করছি। যারা স্টেক হোল্ডার আছেন সবার সাথে পর্যায়ক্রমে বসব। শহরের যানজটের বিষয়ে পৌর প্রশাসক পরিকল্পনা করছেন। দুটি ভাগে কাজ করা হবে। আমরা এখনও কাজ শুরু করিনি। আমাদের ডিসি এসপির মধ্যে পরিকল্পনা আছে। যশোর শহরকে সুন্দর ও শান্ত রাখতে আমরা একযোগে কাজ করব।

আমরা যেটা বলব সেটা করে দেখাবো। আমরা সবকিছু পরিস্কারভাবে বলছি না। সবার নিরাপত্তার বিষয়ে আমাদের পরিকল্পনা আছে। শহরের জাবির ট্রাজেডি নিয়ে মন্ত্রণালয় কাজ করছে। নতুন বাংলাদেশ গঠনে জুলাই যোদ্ধাদের ভূমিকা রয়েছে। আমরা সবাই মিলে কাজ করতে চাই।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, জেলায় মামলার সংখ্যা বাড়লেও উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। মামলা বাড়ার মানে হলো আইন শৃংখলা সঠিক ভাবে কাজ করছে। চুরি ডাকাতি কমলে জেলার আইন শৃংখলা ভালো হবে।

তিনি আরও বলেন, নির্বাচন সামনে রেখে সংখ্যালঘুদের ভাবনার কিছু নাই। আমাদের ২৪ শের আন্দোলন হয়েছিলো সাম্য মানবিক বাংলাদেশ গড়ার জন্য। তাহলে কেন মনে করবেন সংখ্যালঘুরা অনিরাপদ। যশোরের অবৈধ অস্ত্র উদ্ধারে আমরা কাজ করবো। নির্বাচনে সকল দল ও প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা হবে।

আমরা কিশোর গ্যাং মুক্ত যশোর গড়তে কাজ করছি। আপনাদের কাছে অনুরোধ কিশোর গ্যাং আটকের পর কেউ যেন আত্মীয়, ভাই, জুলাইযোদ্ধা বলে ছেড়ে দিতে অনুরোধ করবেন না। অবৈধ কোন আপিল কেউ করবেন না। যশোরে ২০ টি চেকপোস্ট বসানো হয়েছে। প্রতি রাতে অভিযান চলছে। অবৈধ মাদক অস্ত্র এসব বিষয়ে আপনারা লেখালেখি করেন। যারা চিহ্নিত সন্ত্রাসী মাদক বকারবারি এই যশোরের মাটিতে তাদের শান্তিতে ঘুমাতে দেব না।

যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, যশোরে কাদের কাছে অস্ত্র ছিলো, কারা জমা দিয়েছে আর কারা জমা দেয়নি এর একটা তালিকা তৈরি করা হোক। যশোরে অবৈধ অস্ত্র আছে, অস্ত্র ব্যবসায়ী আছে। বাইরে থাকা অস্ত্রগুলো উদ্ধার করতে হবে। বিগত নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিলো তারা সমাজের প্রভাবশারী অপরাধী। তারা কেউ কেউ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। জেলে ও আদালতে একটা চক্রের মাধ্যমে অপরাধীরা সহজে জামিন পাচ্ছে। পিসিআর না থাকাতে সহজে জামিন পাচ্ছে। মাদকের জন্য যশোরে কয়েকটি জায়গা আছে যেখানে অভিযান চালানো দরকার। আমাদের রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে হবে। যেন কোনো অপরাধী জার্সি পরিবর্তন করে দলে ভিড়তে না পারে।

জেলা জামায়াতে ইসলামীর আমীর গোলাম রসুল বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর সাধারণ মানুষর মধ্যে ব্যপক আগ্রহ তৈরি হচ্ছে। আমরা সবাই নির্বাচনের আচরণবিধি মেনে চলার চেষ্টা করব। গ্রাম গঞ্জের সাধারণ মানুষের সাথে কথা হয়েছে তারা ভোট দিতে আগ্রহী। তবে জীবনের নিরাপত্তা চাই। এলাকায় এলাকায় সন্ত্রাসী বাহিনি ত্রাসের রাজত্ব তৈরির পাঁয়তারা করছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, অনেক ত্যাগের পর এই নির্বাচন। নির্বাচন সুষ্ঠ সুন্দর করতে সুন্দর পরিবেশ তৈরি করা দরকার। আপনারা আসার পর এখনও পর্যন্ত রাজনৈতিক দলের সাথে বসতে পারেননি। আপনারা যদি মনে করেন বিরাজনৈতিককেরণের মাধ্যমে আমলাতান্ত্রিকভাবে নির্বাচন নিয়ন্ত্রণ করবেন সেটা সম্ভব না। নির্বাচনের পূর্বশর্ত অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের বিষয়ে ব্যবস্থা নেয়া।

সভায় পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, সংখ্যা লঘু ভোটারদের ভোট পরবর্তী ও পূর্ববর্তী সময়ে সার্বিক নিরাপত্তার দাবি তোলেন।

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও মানবজমিন পত্রিকার সাংবাদিক নূর ইসলাম ভোটের আগে অবৈধ অস্ত্র প্রার্থী সমর্থক ও ভোটারদের জানমালের নিরাপত্তার বিষয়ে আলাকপাত করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানের সঞ্চালনায় সভায় উপস্তিত ছিলেন, যশোর পৌর সভার প্রশাসক রফিকুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল, চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, জাতীয় নাগরিক পার্টির নেতা খালেদ সাইফুল্লাহ জুয়েল, মো. নুরুজ্জামান, সাইদ সানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শ্রেণি পেশার মানুষ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস

ডিসেম্বর ১৬, ২০২৫

গৌরবের বিজয়ের দিন আজ

ডিসেম্বর ১৬, ২০২৫

বিএনপি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চায় : নার্গিস বেগম

ডিসেম্বর ১৬, ২০২৫

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.