বাংলার ভোর প্রতিবেদক
মাটির সঙ্গে চুন, চক পাউডার ও টাইলসের ডাস্ট মিশিয়ে যশোরে তৈরি করা হচ্ছে দানাদার দস্তা সার।
শুধু তাই নয়, বিভিন্ন কোম্পানির মোড়ক সংগ্রহ করে তাতে এই ভেজাল সার ভরে করা হচ্ছে বাজারজাতও। মোড়কে ঠিকানা দেয়া রয়েছে ঢাকার। আর দাম নেয়া হচ্ছে প্যাকেট প্রতি ২২০ টাকা।
গত নয় মাস ধরে অত্যন্ত গোপনে এই ভেজাল সার কারখানাটি তাদের তৎপরতা চালিয়ে আসছে। কিন্তু সংবাদ পেয়ে যান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সদস্যরা।
বুধবার বিকেলে যশোর সদরের নরেন্দ্রপুর ইউনিয়নের খন্দকারপাড়ায় অভিযান চালিয়ে এই ভেজাল সার কারখানা ধ্বংস করে দেয়া হয়েছে।
একই সঙ্গে সার কারখানার মালিক ইকরামুল খন্দকারকে ৮০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। ইকরামুল খন্দকার নরেন্দ্রপুর খন্দকারপাড়ার বাসিন্দা।
আরও পড়ুন .. .. অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : যশোরে দু’দিনে আটক-৩৮
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, ভেজাল সার কারখানার খবর পেয়ে তাদের একটি টিম সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা ও পুলিশ সদস্য নিয়ে পৌঁছে যান নরেন্দ্রপুর খন্দকারপাড়ার ভেজাল সার কারখানায়।
সেখানে গিয়ে দেখতে পান, মাটির সঙ্গে মেশানো হচ্ছে চুন আর চক পাউডার। সঙ্গে রয়েছে টাইলসের ডাস্ট। এসব মিশিয়ে তৈরি করা হচ্ছে দানাদার দস্তা সার।
তা আবার প্যাকেটজাত করা হচ্ছে ঢাকার ঠিকানা দিয়ে অন্য একটি সার কারখানার নামে। প্রতিটি ভেজাল সারের প্যাকেট বাজারে ২২০ টাকা দরে বিক্রি করা হচ্ছিল।
ওই কারখানার ভেতরে বিপুল পরিমাণ মালামাল রয়েছে।
যার আনুমানিক মূল্য চার লাখ টাকা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম ওই সব মালামাল ধ্বংস করে দিয়েছে। এরপর মালিক ইকরামুল খন্দকারকে জরিমানা ও কারখানাটি বন্ধ করে দেয়া হয় বলে তিনি জানিয়েছেন।

