শার্শা সংবাদদাতা
বেনাপোলের ওপর ভারত সীমান্তের পেট্রাপোল এলাকায় বিজেপির নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল স্লোগান ও কুশপুত্তলিকা পুড়িয়ে ক্ষোভ প্রকাশ করেছে।
বাংলাদেশের হিন্দু যুবক দীপু দাস হত্যাকাণ্ডে ভারত বাংলাদেশ সীমান্তে এ উত্তেজনা বিরাজ করছে। আর এর নেতৃত্ব দিচ্ছে সে দেশের বিজেপি নেতা কর্মীরা।
বুধবার (২৪ ডিসেম্বর) পেট্রপোল সীমান্তে বিক্ষোভ দেখায় বিজেপি। দাহ করা হয় বাংলাদেশ সরকার প্রধানের কুশ পুত্তলিকা। এই বিক্ষোভ কর্মসূচতে উপস্থিত থেকে নেতৃত্ব দেন বিজেপির বিধায়ক অসীম সরকার।
এ সময় বাংলাদেশ সীমান্ত বেনাপোল চেকপোস্ট থেকে ভারতীয় বিক্ষোভকারীদের মিছিলের স্লোগান ভেসে আসছিল। এ সময় তারা আমরা কাটাতার মানব না।
‘বন্দে মাতরাম” হিন্দু হিন্দু ভাই, বিশ্বের সব হিন্দু এক হও। জিহাদীরা হুশিয়ার, রাজাকার সাবধান।
এ সময় নেতারা বক্তব্য বলেন, অবিলম্বে দিপু দাসের হত্যাকারীদের শাস্তি দিতে হবে।
বিক্ষোভকারী জ্যোৎস্না সরকার বলেন, ‘বাংলাদেশে হিন্দু যুবককে পুড়িয়ে খুনের ঘটনার প্রতিবাদ জানাতে আমাদের এই মিছিল। ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হলে প্রতিবাদ জোরালো হবে। আমরা কাঁটাতার মানব না।” আরেক আন্দোলনকারী বলেন, বিশ্বের সব হিন্দু এক হও।
বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হোক।
আরও একজন হিন্দুর উপর অত্যাচার হলে আমরা কোনও বাধা মানব না। এই আন্দোলনের ঢেউ আছড়ে পড়বে বাংলাদেশে।

