শার্শা সংবাদদাতা:
যশোরের বেনাপোল ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে পাচারকারীসহ ৪৩ কেজি গাঁজা আটক করেছে বিজিবি।
বুধবার রাত ১১ টায় যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) ঘিবা বিওপির নিয়মিত টহলদল ২নং ঘিবা গ্রামের কাঁচা রাস্তায় এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও তার মাথায় থাকা বস্তা তল্লাশী করে ৪৩ কেজি গাঁজা এবং একটি মোবাইল উদ্ধার করে। আটক জাহাঙ্গীর আলম বাবু (২৯), বেনাপোল পোর্ট থানা এলাকার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।
জব্দকৃত গাঁজাসহ মোবাইলের সর্বমোট সিজার মূল্য এক লাখ ষাট হাজার পাঁচশত টাকা।
আটক আসামির বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

