বাংলার ভোর প্রতিবেদক:
যশোরের ৬ টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। বুধবার কেন্দ্রীয় চেয়ারম্যান জি এম কাদের এই প্রার্থীর নাম ঘোষণা করেন।
যশোর-১ (শার্শা) আসনে জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম চঞ্চল, যশোর-২ (চৌগাছা ঝিকরগাছা) আসনে জেলার সদস্য সচিব মুফতি ফিরোজ শাহ, যশোর-৩ (সদর) আসনে জাতীয় তরুণ পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক খবির গাজী, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর-বসুন্দিয়া) আসনে জাতীয় পার্টির চেয়ারম্যানের জি.এম কাদেরের উপদেষ্টা অ্যাডভোকেট জহিরুল হক জহির, যশোর-৫ (মণিরামপুর) আসনে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডল ও যশোর-৬ (কেশবপুর) আসনে উপজেলা জাতীয় পার্টির সভাপতি জি.এম হাসান।
জেলা জাতীয় পার্টির দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক মনিরুজ্জামান হিরন এই তথ্য নিশ্চিত করেছেন।

