কেশবপুর সংবাদদাতা
“মহাকবি মাইকেল মধুসূদন দত্তও ভাষা সৈনিক ছিলেন। মধুসূদন ইংরেজ কবি হতে চেয়েছিলেন কিন্তু পরবর্তিতে তিনি মাতৃভাষায় মনোযোগী হয়ে বাংলা ভাষার আধুনিকায়ন করেন” কৃষ্টিবন্ধন, যশোরের আয়োজনে সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান একথা বলেন।”
তিনি আরও বলেন, ‘কবিতায় প্রেম রোমান্টিকতা বিদ্রোহ সবই থাকতে যেমন কবি নজরুল তাঁর কবিতা গানে প্রতিফলন ঘটিয়েছেন।’
শণিবার (২৭ ডিসেম্বর-২৫) সকাল ১০টায় “আমার সংস্কৃতি, আমার পরিচয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর নাট্যকলা সংসদের অনুষ্ঠানে সহ-সভাপতি অধ্যাপক গোপিকান্ত সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি এম এ কাসেম অমিয়-এর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন, কবি প্রফেসর ড. সবুজ শামীম আহসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক গোলাম মোস্তফা মুন্না, দ্যোতনা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি ও প্রাবন্ধিক শাহরিয়ার সোহেল, কৃষ্টিবন্ধন, যশোরের যুগ্ম-সম্পাদক কবি এম এন এস তুর্কি, কৃষ্টিবন্ধন শার্শা কমিটি’র সভাপতি কবি ও শিক্ষক রেবেকা টপি।
উপস্থিত ছিলেন, কবি অরুণ বর্মন, কবি আতিয়ার রহমান, গীতিকবি এ ডি এম রতন, আবুল হাসান তুহীন, কবি খলিলুর রহমান, রায়হান সামি প্রমুখ। ছবি ও সার্বিক সহযোগিতায় ছিলেন হাসান।

