বাগেরহাট সংবাদদাতা
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, নির্বাচন বানচালের চেষ্টা হলে সরকার তা কঠোর হাতে দমন করবে। তিনি বলেন, নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্র থাকতে পারে, তবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা মৎস্য আড়ত পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, কোনো গোষ্ঠী যদি নির্বাচন বানচাল করার চেষ্টা করে, তবে সরকার তা কোনোভাবেই বরদাশত করবে না। জনগণের ভোটাধিকার রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
ওসমান হাদি হত্যার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের কারণে যদি ওই হামলার ঘটনা ঘটে থাকে, তাহলে এটি অত্যন্ত উদ্বেগজনক। এতে অন্য প্রার্থীরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
চাষিদের উদ্দেশ্যে তিনি বলেন, গলদা চিংড়ি চাষে বর্তমানে সবচেয়ে বড় সংকট হলো মানসম্মত পোনার সহজলভ্যতা। এই সংকট নিরসনে বন্ধ থাকা বেসরকারি হ্যাচারিগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সরকারি যেসব প্রতিষ্ঠান গলদা চিংড়ি উৎপাদনে সক্ষম, তাদের আরও সক্রিয় ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এর আগে ফলতিতা মৎস্য আড়তের মিলনায়তনে খামারি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন উপদেষ্টা। বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, যুগ্ম-সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ সবুর, খুলনা অঞ্চলের পরিচালক জাহাঙ্গির আলম, প্রাণিসম্পদ অধিদপ্তরের খুলনা অঞ্চলের পরিচালক ডা. গোলাম হায়দার, বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাসেদুল ইসলাম রানা, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, গলদা চিংড়ির পোনা সংকট নিরসনে প্রয়োজনে বিদেশ থেকে পোনা আমদানির বিষয়টি বিবেচনা করা হবে। তবে আইনে নদী থেকে পোনা ধরার ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে, তা কোনোভাবেই লঙ্ঘন করা যাবে না।

