বাংলার ভোর প্রতিবেদক
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র প্রেসিডিয়াম সদস্য ও যশোর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি নিজামদ্দিন অমিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন।
রোববার বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন সংগ্রহকালে তার সাথে ছিলেন, জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান,
সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু, পৌর শাখার আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা শাখার নেতা সিরাজুল ইসলাম, সৌরভ বিশ্বাস, আমিনুর ইসলাম, রিয়াজ হোসেন, শেখ, আমছারুল হক, ফয়সাল হোসেন, মতিউর রহমান, রাজু মোল্লা, শেখ সিফাত হোসেন, শেখ রিফাত হোসেন, মোহাম্মদ বাবু প্রমুখ।

