ঝিকরগাছা সংবাদদাতা
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানা তার মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার দুপুরে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুনের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি রুহুল আমীন সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক সরদার শহিদুল ইসলাম বুদো, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ ও কাজী আব্দুস সাত্তারসহ দলীয় নেতৃবৃন্দ।
এ সময় নেতাকর্মীরা নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখার দাবি জানান।

