বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোক ও গভীর শ্রদ্ধা জানিয়ে যশোরে দৈনিক বাংলার ভোর পত্রিকার কার্যালয়ে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল রাতে পত্রিকার নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই দোয়া মাহফিলে দৈনিক বাংলার ভোর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীনন জ্যেতির সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক ও চ্যানেল টুয়েন্টি ফোরের খুলনা বিভাগীয় প্রধান এস এম তৌহিদুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি সাইফুজ্জামান সজল, প্রেসক্লাব যশোরের নির্বাহী সদস্য আব্দুল ওয়াহাব মুকুল, গাজী টিভির যশোর জেলা প্রতিনিধি তৌহিদ মনি, দৈনিক যুগান্তরের যশোর ব্যুরো চিফ তৌহিদ জামান, সময় টিভির যশোর প্রতিনিধি জুয়েল মৃধা, দৈনিক আজকের পত্রিকা ও স্টার নিউজের যশোর প্রতিনিধি জাহিদ হাসানসহ পত্রিকায় কর্মরত সাংবাদিক কর্মচারীগণ।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা কওে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মওলানা আব্দুল কাদের আজহারী। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনা করা হয়।

