সাড়াতলা সংবাদদাতা
তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যশোরের শার্শার ডিহি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দলীয় ভাবে কুরআন খানি ও দোয়া অনুষ্ঠান করেন।
বুধবার বিকেলে সাড়াতলা বাজার ঈদগাহ ময়দান সংলগ্ন দলটির ১ নং ওয়ার্ড কার্যালয়ে এ কুরআনখানি ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নৈহাটি-শাড়াতলা তালিমুল কুরআন হাফেজী মাদ্রাসা ও এতিমখানার ছাত্ররা কুরআন খানি খতমে অংশগ্রহণ করেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মাদ্রাসার শিক্ষক মুহতামিম মাসুদুর রহমান।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিহি ইউনিয়ন বিএনপি সভাপতি ওলিয়ার রহমান সরদার, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা ফজের আলী, ১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি শহিদুল ইসলাম, সহ সভাপতি ইউছুপ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, যুবদল নেতা সাংবাদিক কামাল হোসেন, সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি নাজমুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

