বাংলার ভোর প্রতিবেদক
যশোরে কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের শাখা পুনঃউদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শহরের মিস্ত্রীখানা রোডস্থ শাখা কার্যালয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে যশোর শাখার পরিচালক সাংবাদিক আব্দুল ওয়াহাব মুকুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক বাংলার ভোর সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি,
লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, দৈনিক স্পন্দনের বার্তা সম্পাদর্ক মিজানুর রহমান, প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি নুর ইসলাম, জুয়েল মৃধা, মুর্শিদুল আজিম হিরু, আব্দুল কাদেরসহ স্থানীয় সুধী ও ব্যবসায়ীগণ।
দোয়া পরিচালনা করেন সাংবাদিক এসএম সোহেল।
শেষে যশোর থেকে প্রকাশিত চারটি দৈনিক পত্রিকার সম্পাদক ও প্রকাশককে ফুলেল শুভেচ্ছা জানান শাখা পরিচালক।
প্রসঙ্গত: ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে কুরিয়ার সার্ভিসের এ শাখা কার্যালয়টি বন্ধ ছিল।

