বাংলার ভোর প্রতিবেদকক
সারাদেশের ন্যায় যশোরেও উত্তাল হয়ে উঠেছে পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস। ১০ম গ্রেডের চাকরিতে বিএসসি ডিগ্রিধারীদের প্রবেশের সুযোগ দেয়ার প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জন করে রাজপথে নেমেছেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষার্থীরা ইনস্টিটিউটের সকল একাডেমিক কার্যক্রম বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ফলে নির্ধারিত কোনো পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেননি। যে কারণে পুরো ক্যাম্পাস কার্যত অচল হয়ে পড়ে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, কারিগরি শিক্ষায় ডিপ্লোমা সম্পন্ন করার পর দীর্ঘদিনের বাস্তবমুখী ও মাঠপর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতেই তারা ১০ম গ্রেডে চাকরির উপযুক্ত। অথচ নতুন নীতিমালার মাধ্যমে সাধারণ বিএসসি ডিগ্রিধারীদের একই গ্রেডে নিয়োগের সুযোগ দেয়া হয়েছে। যা ডিপ্লোমা প্রকৌশলীদের সঙ্গে চরম বৈষম্য সৃষ্টি করছে।
সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যশোর প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের মাঠপর্যায়ের কাজের জন্য বিশেষভাবে দক্ষ করে গড়ে তোলা হয়। ১০ম গ্রেডের চাকরি ঐতিহ্যগতভাবে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষিত ছিল। হঠাৎ এই সিদ্ধান্ত আমাদের কর্মক্ষেত্র সংকুচিত করবে এবং কারিগরি শিক্ষার মর্যাদা ক্ষুণ্ন করবে।
তারা অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে বলেন, দাবি মানা না হলে আরও কঠোর ও দীর্ঘমেয়াদি আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

