মণিরামপুর (যশোর) প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার দৌঁড়ে প্রতি আসনে গড়ে মনোনয়ন চেয়েছিলেন ১১ জন করে। কিন্তু নৌকা পেয়েছেন মাত্র একজন। অন্যরা কি করবেন, এই নিয়ে চলছে রাজনিতীবিশ্লেষক ও সাধারণ জনতার মাঝেআলোচনার ঝড়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন নির্বাচিত হতে না পারে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘুরছে। দলীয় প্রতীকের বিপক্ষে প্রার্থী হতে এটিকেই এখন অনুপ্রেরণার জায়গা হিসেবে দেখছেন নৌকাবঞ্চিতরা। ইতিমধ্যেই মণিরামপুর সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিন নেতা। যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
যশোর-৫ স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপকমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহসভাপতি এস এম ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য হুমায়ূন সুলতান সাদাব।
বিএনপি নির্বাচনে না এলে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য প্রতিদ্বন্দ্বীদের মাঠে চায় আওয়ামী লীগ। তাই নৌকা পেতে ৩ হাজার ৩৫৬টি আবেদন ফরম কেনা নেতাদের কাজে লাগাতে চায় দলটি। সারা দেশেই তাই নৌকাবঞ্চিত নেতাদের মধ্যে উৎসাহ ছড়িয়ে পড়ছে। প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বর।
শিরোনাম:
- ‘গণতান্ত্রিক সরকার ছাড়া দেশের বৈষম্য কমবে না’
- স্বার্থান্বেষী মহল বারবার ইসলামী দলগুলোকে প্রতারিত করেছে : রেজাউল করীম
- দ্যোতনা সাহিত্য পরিষদের বর্ষ বিদায় ও বর্ষবরণ উৎসব পালন
- ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে যশোরে হেফাজতের ইসলামের বিক্ষোভ
- কেন্দ্রীয় ছাত্রদল নেতার নেতৃত্বে ইউনিয়ন ছাত্রদল নেতার বাড়িতে ভাংচুর, লুট
- গাজায় গণহত্যার প্রতিবাদে বিএসপির প্রতিবাদী কবিতা পাঠ ও মানববন্ধন
- ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও উদীচীর জমকালো আয়োজন
- হাত-পা না থাকা লিতুনজিরা মুখ দিয়ে লিখে দিচ্ছেন এসএসসি পরীক্ষা