কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। অন্যদিকে স্বতন্ত্র নির্বাচন করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের চার নেতা। কেশবপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এদের মধ্যে উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এইচ এম আমির হোসেন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হোসাইন মোহাম্মদ ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক খন্দকার আব্দুল আজিজ। এদের মধ্যে খন্দকার আব্দুল আজিজ এমপি নির্বাচন করতে জেলা পরিষদের সদস্য পদ থেকে সদ্য পদত্যাগ করেছেন। এ ছাড়া জাকের পার্টি মনোনীত প্রার্থী সাইদুজ্জামান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ছয়জনের মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ১১ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে মনোনয়ন দেয়া হয় বর্তমান এমপি শাহীন চাকলাদারকে। দলীয় হাইকমান্ড থেকে ডামি প্রার্থীর ব্যাপারে নিষেধাজ্ঞা না থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে আগ্রহ দেখাচ্ছেন অনেকে।
উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম বলেন, ১ টি পৌরসভা ও ১১ টি ইউনিয়ন নিয়ে যশোর-৬ আসন গঠিত হয়েছে। এই সংসদীয় আসনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ১৭ হাজার ৯২৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৯ হাজার ১৩ ও মহিলা ১ লাখ ৮ হাজার ১০ জন ও তৃতীয় লীঙ্গের ১ জন ভোটার রয়েছে । নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণ করতে ৮১ টি ভোট কেন্দ্রে ৫০৮ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
শিরোনাম:
- যশোরে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস : ‘গভীর ঘুমে’ স্বাস্থ্য বিভাগ
- জনগণের প্রত্যাশা পূরণে দরকার নির্বাচিত সরকার : নার্গিস বেগম
- জামায়াতের উদ্যোগে যশোরে এতিমদের মাঝে খাবার বিতরণ
- অস্ত্র মামলায় সন্ত্রাসী প্রান্তের ১৭ বছর কারাদণ্ড
- যশোরে এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ঝিকরগাছায় এসিড নিক্ষেপে শিশু ও নারীসহ আহত ৩
- এমএম কলেজের নতুন অধ্যক্ষ মিজানুর রহমান
- এইচএসসি পরীক্ষার্থীদের পাশে চৌগাছা ছাত্রদল