নিজস্ব প্রতিবেদক
বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের ২৩২তম সাহিত্য সভা ও সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার সকালে শহরের পোস্ট অফিস পাড়াস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষাবিদ প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন কবি ও কলামিস্ট বীরমুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু।
এ সময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর দীনেশ মন্ডল, ড. শাহনাজ পারভীন, কবি নাঈম নাজমুল, কবি আমির হোসেন মিলন।
সংগঠনের সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে সহসভাপতি নূরজাহান আরা নীতির উপস্থাপনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, সাবেক সভাপতি কবি ও গীতিকার এডিএম রতন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, অধ্যাপক সুরাইয়া শরীফ, সহকারী অধ্যাপক মনিরুজ্জামান, আহমেদ মাহাবুব ফারুক, কাজী নূর, রাজপথিক, সঞ্জয় নন্দী, সহকারী অধ্যাপক অরুণ বর্মন, এম এ কাসেম অমিয়. অ্যাড. মাহমুদা খানম, ইরফান খান, ডা. অমল কান্তি সরকার, সহকারী অধ্যাপক ভদ্রাবতী বিশ^াস, রেজাউল করিম রোমেল, শরীফ হোসেন ধীমান, এমএনএস তুর্কি, সানজিদা ফেরদৌস, নজরুল ইসলাম, হাজারী লাল সরকার প্রমুখ।
সভায় কবি এমএনএস তুর্কির জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। এছাড়া কবি ভদ্রাবতী বিশ^াসের জমজ সন্তান সৌরভ বিশ^াস অয়ন, গৌরব বিশ^াস তোতন এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়ায় অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয়।
শিরোনাম:
- বিবর্তন যশোরের ৩৫ বছর পূর্তি দুই দিনের নাট্যমেলা সমাপ্ত
- যশোরে জাতীয় নারী জোট নেত্রীর শোকসভা
- দুই দিনব্যাপি পঞ্চকবির গানের আসর সমাপ্ত
- বিএনপি নেতা ছোটলু বহিস্কার
- ক্ষমা চেয়েও প্রাণে রক্ষা পেলেন না যুবদলকর্মী
- সাতক্ষীরা সীমান্তে এক কেজি স্বর্ণসহ আটক ১
- কালীগঞ্জে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতিকে কুপিয়ে জখম
- ‘কৃষি’র জন্য সেচ না বলায় ইউনিট প্রতি দর বেশি প্রায় সাড়ে ৪ টাকা!