মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের একটি বাড়ির ছাদ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বাজার পাড়ার মো. মিঠুন নামের এক যুবকের বাড়ি থেকে লাল টেপ পেঁচানো বস্তুগুলো উদ্ধার করে পুলিশ। এর আগে শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে ওই বাড়ি ঘিরে রাখেন পিরোজপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা।
পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ওই বাড়ি ঘিরে রাখে। পওে দরজা খুলতে বললে বাড়ির সদস্যরা খুলে দেন। এরপর ছাদে গেলে একটি সিমেন্টের ব্যাগে লাল টেপ মোড়ানো অবস্থায় দুটি বোমাসদৃশ বস্তু ও পত্রিকার কাগজে মোড়ানো অবস্থায় একটি অজ্ঞাত বস্তু দেখতে পান পুলিশ সদস্যরা। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করলে র্যাবের একটি বিশেষ দল এসে ঘটনাস্থল পরিদর্শন করে এবং বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা) সাইফুল ইসলাম বলেন, উদ্ধারকৃত বস্তু দুটি বোমা কি না, তা নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষার প্রক্রিয়া চলছে।
শিরোনাম:
- যশোরে যৌথবাহিনীর অভিযানে ১১টি ককটেলসহ একজন আটক
- স্বনির্ভর স্নাতক তৈরিতে এমএম কলেজে কর্মশালা ও প্রশিক্ষণ
- শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে যশোরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
- পরীক্ষার ডিউটি ফেলে কোচিংয়ে শিক্ষক, হাতেনাতে ধরলেন অধ্যক্ষ
- কেশবপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া
- মাদকের জুয়ারে ভাসছে খাজুরা
- কোটচাঁদপুর বিদেশি শকুন ও মৃত মেছো বিড়াল উদ্ধার
- ডাকবাংলোর জমি দখলের অভিযোগ, তদন্তে প্রশাসন
