সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগ মীরগাং বন টহল ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাড়ি ও কড়াই ভর্তি রান্না করা হরিণের মাংস উদ্ধার করেছে। অভিযান টের পেয়ে রান্না করা মাংস রেখে পালিয়ে যায় আয়োজকরা।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক একেএম ইকবাল হোছাইন চৌধুরী জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মীরগাং টহল ফাঁড়ির ওসি সোলাইমান হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবন সংলগ্ন মীরগাং গ্রামে মাহমুদুল হাসানের বাড়িতে অভিযান চালান। এ সময় রান্না করা ১০ কেজি হরিণের মাংস ও ৫০টি হরিণ শিকারের ফাঁদসহ হরিণের নাড়িভুড়ি উদ্ধার করে আভিযানিক দলটি।
তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে দলবল নিয়ে মাহমুদুল হাসান পালিয়ে যান।
এসিএফ এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, সংঘবদ্ধ শিকারির দল হরিণের মাংস রান্না করে ভোজের আয়োজন করে। অভিযান চালিয়ে হরিণের রান্না করা মাংসসহ অন্যান্য মালপত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে। আসামিদের আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।
শিরোনাম:
- শিক্ষার্থীদের ভালো মানুষ ও ভালো সমাজ গড়তে কাজ করার আহবান ডিসির
- নির্বাচন বিলম্বিত হলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হবে
- নিহত ১৯, আহত দেড় শতাধিক, অধিকাংশই শিশু
- যশোরে ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে যৌথ অভিযান
- ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্ত, অন্তত একজনের মৃত্যু
- মধ্যরাতে যশোরে ৯টি থানায় চালু হলো অনলাইন জিডি সেবা
- বোমা হামলার প্রতিবাদে নওয়াপাড়া নৌবন্দর ব্যবসায়ীদের ধর্মঘট ও মানববন্ধন
- বিএনপিতে কোন অনুপ্রবেশকারীর জায়গা নেই : অমিত